বরিশালে মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসনের অভিযান অব্যাহত, ৬ষ্ঠ দিনেও জেল জরিমানা

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ১৪ অক্টোবর সোমবার সারাদিন বরিশাল জেলায়, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল জেলার ১০ টি উপজেলার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে প্রায় ৩ লাক্ষ ৫২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মা ইলিশ ধরার অপরাধে ২৪ জনকে ১বছর এবং ৫ জনকে ১ মাস করে কারাদন্ড প্রদান করা হয় পাশাপাশি ১৪ জন জেলেকে ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়। এসময় প্রায় ১১৫১ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরেতা মাদ্রাসায় এবং এতিমখানা বিতরণ করা হয়। বরিশাল সদর উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৩ লাখ ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
এসময় মা ইলিশ ধরার অপরাধে ৫ জনকে ১ বছর করে ৫ জনকে ১ মাস করে কারাদন্ড প্রদান, ৬ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাসের জেল এবং ৯০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরে কয়েকটি মাদ্রাসায় ও এতিমখানা বিতরণ করা হয়। বাকেরগঞ্জ উপজেলায় বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মা ইলিশ ধরার অপরাধে ৪ জনকে ১ বছরকরে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয় এবং ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় জব্দ কৃত মাছ মাদ্রাসায় ও এতিমখানা বিতরণ করা হয়। উজিরপুর উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরেতা মাদ্রাসায় ও এতিমখানা বিতরণ করা হয়।
মুলাদী উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মা ইলিশ ধরার অপরাধে ৪ জনকে ১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়। ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরেতা মাদ্রাসায় ও এতিমখানা বিতরণ করা হয়। বানারীপাড়া উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২৫ শত মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত ১ টি নৌকা জব্দ করা হয় এবং ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরেতা এতিমখানা বিতরণ করা হয়। আগৌলঝাড়া উপজেলায় মা ইলিশ রক্ষায় অভিযান চলমান আছে। গৌরনদী উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় ১৬ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরতা এতিমখানা বিতরণ করা হয়। মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালমান আছে। হিজলা উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মা ইলিশ ধরার অপরাধে ১১ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
পাশাপাশি ৭ জনকে ২৫ হাজরা ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এবং ১৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরে তা মাদ্রাসায় ও এতিমখানা বিতরণ করা হয়। সকল জব্দ কৃত কারেন্ট জাল স্বস্ব স্থানে পুরিয়ে ফেলা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভুমি), মৎস্য কর্মকর্তা। এসময় সহযোগিতা করেন নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশের সদস্যরা। বরিশাল জেলায় জনস্বার্থ এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।