সন্তানদের মেরামতের কাজ পরিবার নেয় তাহলে অপরাধ কমে আসবে : বিএমপি কমিশনার

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, সন্তানদের মেরামতের কাজ যদি পরিবার নেয় তাহলে অপরাধ কমে আসবে। এবং যেকোন অপরাধ পরিলক্ষিত হওয়া মাত্রই প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুবা কিশোরেরা নানা অপরাধে জড়িয়ে পড়ে। কিন্তু বরিশাল কোন কিশোর সন্ত্রাস থাকবে না। এমনকি কেউ নয়ন বন্ডের পথ অনুসরণ করুক এটা পুলিশ কখনও বরদাশত করবে না। প্রয়োজনে তাদের প্রতিরোধে জোরালো উদ্যোগ নেবে।

সোমবার বরিশাল কাউনিয়া থানার ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত সভায় ছেলে মেয়েদের অভিভাবকদের উদ্দেশ করে এসব কথা বলেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

পুলিশ কমিশনার আরও বলেন- পুঁথিগত শিক্ষার বাহিরেও সন্তানের ভেতর দেশপ্রেম তৈরি হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে হবে। দিতে হবে নৈতিকতার শিক্ষা, যেন সে শিক্ষিত হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হতে পারে।

সভায় আরও বক্তব্য রাখেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোকতার হোসেন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আব্বাস উদ্দিন প্রমুখ।’