ব্যাংক নোটের আদলে টোকেন ব্যবহারে নিষেধাজ্ঞা

লেখক:
প্রকাশ: ৬ years ago

ব্যাংক নোটের আদলে কোনো বিল, টিকিট ও টোকেন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।এ ধরনের কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় বলে উল্লেখ করেছে সংস্থাটি। রবিবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে ব্যক্তি মালিকানায় পরিচালিত কিছু হোটেল, রেস্তোরা, বিনোদন পার্কে ব্যাংক নোটের আদলে খাবারের বিল বা টোকেন ও টিকেট ছাপিয়ে ব্যবহার করা হচ্ছে। টাকার আদলে এ ধরনের কুপন, টিকেট ব্যবহারে জনসাধারণ প্রতারিত হতে পারে। জালনোট প্রস্তুতকারী চক্রের প্রতারণা বৃদ্ধি পাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ধরনের বিল বা কুপন, টিকেট প্রস্তুত ও ব্যবহার দণ্ডনীয় অপরাধ। তাই এসব কাজ হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহকে বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে। এ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের পর হতে এমন কর্মকাণ্ড হতে বিরত না হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রচ্ছদবিনোদন এ সম্পর্কিত আরও পড়ুন:
লাইফ সাপোর্টে থাকা অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। গণমাধ্যমকে ফারুকী বলেন, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হুমায়ূন সাধু। সেখানেই তার মৃত্যু হয় গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। তখন তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ১৩ অক্টোবর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরপর তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারেরও প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু ২০ অক্টোবর হঠাৎ সাধুর দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়। এরপর তাকে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ ছবির মাধ্যমে অভিনয়ে পথ চলা শুরু হুমায়ূন সাধুর। অভিনয়ের পাশাপাশি নাটকও নির্মাণ করেছেন তিনি।
৫ years ago