পদোন্নতি পেলেন ৪৯ স্বাস্থ্য কর্মকর্তা

লেখক:
প্রকাশ: ৫ years ago

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৪৯ কর্মকর্তাকে উপ পরিচালক বা সমমান পদে পদোন্নতি দেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সুপারিশ ক্রমে তাদের পদোন্নতি দেয়া হয়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্যসেবা বিভাগ পার্সোনাল-২ অধিশাখার উপ সচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি হয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর চতুর্থ গ্রেডে পদোন্নতি প্রদান করা হয়। এসব কর্মকর্তারা স্বাস্থ্য অধিদফতরের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে সহকারী পরিচালক, সিভিল সার্জন, অধ্যক্ষ আইএইচটি, সিনিয়র লেকচারার, তত্ত্বাবধায়কসহ বিভিন্ন পদে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত যে সব কর্মকর্তা লিয়েন, প্রেষণ, ট্রেনিং কিংবা ছুটিতে আছেন সে সব কর্মকর্তা নিজ নিজ কর্মস্থলে যোগদানের পরে পদোন্নতি কার্যকর হবে।