বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, পুলিশকে জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে। জনগণ পুলিশকে ভয় না পেয়ে যাতে বন্ধু ভাবতে পারে সে ভাবে কাজ করতে হবে। এজন্য প্রয়োজনে জনগণের ঘরে গিয়ে পুলিশের সেবা পৌছে দিতে হবে।
গতকাল (১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানা পরিদর্শনকালে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান নগর পুলিশের প্রতিটি কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্য করে এ কথা বলেছেন।
তিনি বলেন, ‘বিপদ বা সমস্যায় পড়েই জনগণ পুলিশের সেবা পেতে থানায় ছুটে আসছে। তাই থানায় তাদের সেবা প্রদানে কোন প্রকার ত্রুটি রাখা যাবে না। কোন নিরাপরাধী যাতে শাস্তি বা হয়রানীর শিকার না হয় সে দিকটা খেয়াল রাখতে হবে। আর আপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া যাবে না।
থানার কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের হুশিয়ার করে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, ‘জনগণকে জিম্মি করা বা অপরাধের সাথে কোন পুলিশ সদস্য’র সম্পৃক্ততা পেলে কোন ভাবেই তাদের ছাড় দেয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে শুধু বিভাগীয় ব্যবস্থাই নয়, এজন্য চাকুরি হারানো সহ আইনী ব্যবস্থাও নেয়া হবে।
বিশেষ করে কোন পুলিশ সদস্য’র বিরুদ্ধে মাদক সম্পৃক্ততা পেলে ছাড় দেয়া হবে না। তাই দেশের উন্নয়ন এবং সরকারের ভাবমুর্তি রক্ষায় জনগণের বন্ধু হয়ে প্রতিটি পুলিশ সদস্যকে আইনের রক্ষক হয়ে কাজ করার আহ্বান জানান পুলিশ কমিশনার।
এর আগে সকাল ১১টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান কোতয়ালী মডেল থানা পরিদর্শনে যান। তিনি থানা চত্ত্বরের পরিবেশ পরিস্থিতি এবং থানার অভ্যন্তরে বিভিন্ন সমস্যা-সম্ভাবনা পরিদর্শন করেন।
এসময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আকরামুল হাসান, কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) নুরুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) আসাদুজ্জামান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।