কমিউনিটি পুলিশিং এ ভালো মানুষকে সম্পৃক্ত করা হবে

লেখক:
প্রকাশ: ৫ years ago

মাদক নির্মূলসহ সমাজ থেকে অপরাধ হ্রাস করনের লক্ষে গোটা দেশের সাথে বরিশালেও কমিউনিটি পুলিশিং এর ওপর জোর দেয়া হচ্ছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকায় প্রতিটি ক্ষেত্রে কমিউনিটি পুলিশ ফোরামের সদস্যদের সংযুক্ত করছে পুলিশ।

তবে কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো জোরদার করতে কমিটি পুণঃগঠনসহ বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে মেট্রোপলিটন পুলিশের উর্ধতন কর্মকর্তারা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সভাকক্ষে মাদক উদ্ধার সংক্রান্ত এক সংবাদ সম্মেলন শেষে উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোয়াজ্জেম হোসেন ভূঞা বলেন, কমিউনিটি পুলিশিং এর বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান স্যার নিজেই নজরদারী রাখছেন। আমরা চাচ্ছি কমিউনিটি পুলিশের সদস্য এমন লোক হোক, যার বিরুদ্ধে কোন অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ নেই। মাদকের সাথে কোন সংশ্লিষ্টতা নেই।  যিনি কোন রাজনৈতিক দলের পদে নেই কিংবা জনপ্রতিনিধির তালিকায় নেই।  এককথায় এলাকার ভালো মানুষকেই চাচ্ছি কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সম্পৃক্ত করতে।

তিনি বলেন, আমরা এ বিষয়টি অনেকটাই ঢেলে সাজানোর মতো কাজ করছি।  যাদের নাম আসছে, তাদের বিষয়ে আবার খোজ খবর নিচ্ছি। বরিশাল মেট্রোপলিটন এলাকার প্রতিটি ওয়ার্ড ভিত্তিক আমরা কাজ করছি। আশকরি ৩ মাসের কমিটিগুলো সুন্দরভাবে পুণঃগঠিত হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলম চিসিম, উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর হোসেন মল্লিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আকরাম হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।