বরিশালে বিদ্যুৎ গ্রাহকদের দ্বারে দ্বারে মিটার সংযোগ পৌঁছে দিচ্ছে ‘আলোর ফেরিওয়ালা’

লেখক:
প্রকাশ: ৫ years ago

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে গ্রাহকদের সুবিধার্থে ‘আলোর ফেরিওয়ালা’ কর্মসূচির মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের বাড়ি বাড়ি ও প্রতিষ্ঠানে গিয়ে মিটার সংযোগ দিয়ে সেবার মান বৃদ্ধি করেছে।

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২’র আওতায় প্রতিদিন জেলার বানারীপাড়া, বাবুগঞ্জ, উজিরপুর, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় ১২ থেকে ১৬ টি আলোর ফেরিওয়ালা টিম বের হয়ে অর্ধশতাধিক মিটার গ্রাহকদের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছে।

এরই ধারাবাহিকতায় রোববার দিনভর বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২’র জুনিয়র ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমানের নেতৃত্বে ‘আলোর ফেরিওয়ালা’ টিম বাবুগঞ্জের দারোগার হাট,চন্দ্রপাড়া ও উজিরপুর উপজেলার গুঠিয়া এবং ডহরপাড়া সহ বিভিন্ন এলাকায় মিটার সংযোগ দিয়েছেন।

এদিকে গ্রাহকরা সরকারের এ ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।