বরিশালে ইউএনও, ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিব গণের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ২ সেপ্টেম্বর সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে। লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) সহযোগিতায়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে। দিনব্যাপি লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) বরিশাল জেলার ইউএনও, ইউপি চেয়ারম্যান, ও ইউপি সচিব গণের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপি প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেন্দিগঞ্জ, দীপক কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ, মাধবী রায়।

আরও উপস্থিত ছিলেন এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, মনীষা আহমেদ, রুম্পা ঘোষ, মোঃ সাইফুল ইসলামসহ ৪টি উপজেলা (মেহেন্দিগঞ্জ, বাকেরগঞ্জ, বানারীপাড়া, মুলাদী) উপজেলার ইউএনও, ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিব গণ উপস্থিত ছিলেন। লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এ-র আওতায় প্রকল্প কর্মকান্ড বাস্তবায়ন পদ্ধতির উপর এ প্রশিক্ষণ দেয়া হবে।