বরিশালে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকায় নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবনের কেয়ারটেকারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভার সন্ধানে বরিশালে সাতটি বাড়ি ও নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়েছে বরিশাল জেলা প্রশাসন ও সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

অভিযান পরিচালনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহম্মেদ। এ কাজে তাকে সহায়তা করে বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারি বিভাগ।

এসময় এডিস মশার লার্ভার সন্ধানে ওই এলাকার সাতটি বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি করা হয়। এর মধ্যে অক্সফোর্ড মিশন এলাকার মেজর এমএ জলিল সড়কের একটি নির্মাণাধীন বহুতল ভবনে মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। তবে বাড়ির মালিক পক্ষের কাউকে সেখানে পাওয়া যায়নি। তাই ওই ভবনে নির্মাণ কাজ পরিচালনার দায়িত্বে থাকা আব্দুল মালেক নামে ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।