বৃক্ষ প্রেমি জেলা প্রশাসক বরিশালে যোগদান করার পর থেকেই বরিশাল জেলা ব্যাপী বিভিন্ন স্থানে গাছ রোপনের কর্মসূচি হাতে নিয়েছেন। এরই ধারাবাহিকতায় ডিসি বাংলোসহ বরিশালের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। কিছুদিন পূর্বে বরিশাল জেলা ব্যাপী এক কোটি খেজুরের বীজ রোপন করেন জেলা প্রশাসক।
আজ ২৭ আগস্ট সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসকের উদ্যোগে, সার্কিট হাউজ প্রাঙ্গণে মাল্টা বাগানের শুভ সূচনা করেন বরিশাল জেলা প্রশাসক, এস, এম, অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ মেজিস্ট্রেট বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়, এস. এম. রবিন শীষ, এক্সিকিউটিভ মেজিস্ট্রেট, রাসেল ইকবাল, এক্সিকিউটিভ মেজিস্ট্রেট, সুব্রত বিশ্বাস দাস, এক্সিকিউটিভ মেজিস্ট্রেট, মোঃ সাইফুল ইসলাম, সহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রাথমিক ভাবে মাল্টা বাগানে ৫০ টি গাছের চারা লাগানো হয়েছে। পর্যায় ক্রমে আরো মাল্টা গাছ লাগানো হবে বলে জানিয়ে জেলা প্রশাসক।