গতকাল ২৬ আগস্ট সন্ধা ৭ টায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল এর সার্বিক নির্দেশনায় বরিশাল সদর উপজেলার কালা বদর নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমানের কারেন্ট জাল জব্দ করেন কোস্টগার্ড ও মৎস অধিদপ্তর। এসময় প্রায় ৭ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
পরে মোবাইল কোর্ট পরিচালনা করে, নগরীর রসুলপুরে কারেন্ট জাল ধ্বংস করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, মোঃ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা (হিলশা) জেলা মৎস্য দপ্তর বরিশাল, বিমল চন্দ্র দাস, এস জি পিও (এক্স), কোস্টগার্ড, এস এনামুল হকসহ কোস্টগার্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।