আনোয়ার হোসেন:: বকেয়া বেতনের দাবিতে বরিশাল বিসিক এলাকায় খানসস্ন টেস্ট টাইল লিমিটেডের শ্রমিকেরা কাউনিয়া বিসিক মোড় অবরোধ করেন। বকেয়া বেতনের দাবিতে গতকাল (২৫ সে আগষ্ট) সন্ধ্যা ৯ টার কাউনিয়া বিসিক মোড় অবরোধ করে রাখেন খান সন্স শ্রমিকেরা।
এতে বিসিক মোড় দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দৈনিক প্রথম সকাল প্রতিনিদিকে বলা হয়েছ, দু মাস শেষ বকেয়া বেতনের দাবিতে গতকাল সন্ধ্যা নয়টা থেকে বিসিক খানসন্সসের কয়েকশ’ শ্রমিক কাজ বন্ধ করে টেসটাইল মোড়ে অবস্থান নেন। টেসস্টাইল মোড় অবরোধ করায় মীরগঞ্জ -বরিশালে গাড়ি ঢুকতে পারেনি।
গতকাল রবিবার সন্ধ্যা ৯টা থেকে খানসন্স টেস্টটাইল লিমিটেডের শ্রমিকেরা তাদের কাজ বন্ধ করে আন্দোলন শুরু করেন। আন্দোলনরত শ্রমিকেরা বলছেন, গত মাসের বেতন চলতি মাসের ২৫দিন হয়ে গেছে আমাদের বেতন দেওয়া হচ্ছে না। উল্লেখ্য, খানসন্স শ্রমিকদের সঙ্গে জি এম সিদ্দিক বসুর সাথে এক বৈঠকে গত ২৫ আগষ্ট মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু, তা স্বত্বেও সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি জি এম।