বরিশালের উজিরপুরের ধামুরা বন্দরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, দুপুরে ধামুরা বাজারে অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ, খাদ্যপণ্যে অননুমোদিত রং ব্যবহার, মেয়াদের তারিখ ও খুচরা বিক্রয় মূল্য না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোর নাম জানা যায়নি।
অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যসহ উজিরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নুরুল আলম বখতিয়ার সহযোগিতা করেন।
অভিযান শেষে ধামুরা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে আলোচনা সভা করা হয়। সভায় ডেঙ্গুজ্বর প্রতিরোধে করণীয় সম্পর্কে নাগরিকদের সচেতন করা হয়।