বরিশালে ডেঙ্গু রোগীদের খোঁজখবর নিতে শেবাচিমে জেলা প্রশাসক অজিয়র রহমান

লেখক:
প্রকাশ: ৫ years ago

মোঃ শাহাজাদা হিরাঃ ডেঙ্গুতে আতঙ্ক না হয়ে সচেতন হোন এই স্লোগান নিয়ে আজ ১০ আগস্ট বিকাল ৬ টায়। ঈদের পূর্ব মুহূর্তে ডেঙ্গু রুগীদের খোঁজখবর নিতে শেবাচিমে জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন পরিচালক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল, ডঃ মোঃ বাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম, সিভিল সার্জন বরিশাল, ডাঃ মনোয়ার হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বরিশাল শেবাচিমের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এসময় তিনি ডেঙ্গু রুগীদের সাথে কথা বলেন তাদের খোঁজখবর নেয়।

মেডিকেলে চিকিৎসারত অবস্থায় এবং বাসাবাড়িতে মশারি ব্যবহার করার জন্য অনুরোধ করেন। রুগীর সাথে আসা দর্শনার্থীদের সচেতন হয়ে নিজ নিজ আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বলেন, তাদের আতঙ্কিত না হয়ে সচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। বরিশালে আজ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা (ক্রমবর্ধমান) ৯০৬ জন, আজ অবধি হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ৪৮৭ জনকে, আজ হাসপাতালে ভর্তি হয়েছে ৪১ জন, আজ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৯২ জন্য ডেঙ্গু রুগী। এ সংবাদ লেখা পর্যন্ত হাসপাতালে ভর্তি আছে ৩১৩ জন ডেঙ্গু রুগী।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশালে মৃত্যুবরণ করেছে ৫ জন। জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে সব ধরনের তৎপরতা অব্যাহত আছে। পাশাপাশি চলমান কার্যক্রম অংশ হিসেবে আজ ছুটির দিনেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়। বরিশাল জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারী ও বেসরকারী সংস্থা, সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার এবং জনমানবের মধ্যে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধে নিজস্ব সচেতনতা পাশাপাশি লিফলেট বিতরণ করার মাধ্যমে মশা নিধন কর্মসূচী সম্পর্কে সচেতন করা হচ্ছে।