জাকারিয়া আলম দিপুঃ গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ (জিইউবি) এর আইন অনুষদের শিক্ষার্থীদের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ -এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনিসুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ -এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনিসুজ্জামান।
মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যার বলেন, “আমি আমার মেধা, সৃজনশীলতা ও সেবামূলক আত্মপ্রত্যয় নিয়ে উক্ত বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্পন্ন আধুনিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করব।”।
তিনি আরও বলেন, “আমি এখানে চাকরি করতে আসিনি, আমি সেবা দিতে এসেছি।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “মানবাধিকারের দর্শনের উপর একটি সেমিনারে আমি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলাম, তখন আমার উপলব্ধি হল যদি আমার সময় থাকতো তাহলে আমি আইনশাস্ত্র পড়তাম। তোমরা আইনশাস্ত্রের উপর জ্ঞানলাভ করে মানবাধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার তপন কুমার বল, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর একে, এম এনায়েত হোসেন।
সংবর্ধনা ও মতবিনিময় সভার সভাপতিত্ব করেন আইন অনুষদের বিভাগীয় প্রধান ধ্রুবব্রত দাস।
এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজী অনুষদের বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ইমামুল ইসলাম, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভাগীয় প্রধান মোঃ জিয়াউল আলম,কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভাগীয় প্রধান রেজয়ানা ইসলাম, ,ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের বিভাগীয় প্রধান মোঃ নজরুল ইসলাম,লাইব্রেরি ও তথ্য বিজ্ঞান অনুষদের বিভাগীয় প্রধান রোকসানা রুমা, সহকারী পরিক্ষা নিয়ন্ত্রক মনজুর মোরশেদ সহ গ্লোবাল ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ।