আজ ৩০ জুলাই সকল ১০ টায়, আগৈলঝাড়া উপজেলা পরিষদের আয়োজনে। উপজেলা পরিষদের নতুন হলরুমে। উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন, হলরুম এবং উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপির পক্ষে। প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আগৈলঝাড়া, বিপুল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গৌরনদী, ফারিহা তানজিল, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান, আবদুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা চেয়ারম্যান, মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌরসভা মেয়র, হারিছুর রহমান, আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান, মোঃ রফিকুল ইসলাম তালুকদার, আগৈলঝাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মলিনা রানী রায়, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ আগৈলঝাড়া, সুনীল কুমার বাড়ৈ, অফিসার ইনচার্য আগৈলঝাড়া, মোঃ আফজাল হোসেন, নির্বাহী প্রকৌশলী এলজিইডি, শরীফ জামাল উদ্দিন, অধ্যক্ষ সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ, সৈয়দ মোঃ আকবর আলী, গৌরনদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, হেলেনা বেগম, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ গৌরনদী, জয়নাল আবেদীনসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আগৈলঝাড়া ও গৌরনদীর বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুরুতে জেলা প্রশাসক উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন, হলরুম এবং উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন এর উদ্বোধন করেন। পরে এক আলোচনা সভায় অতিথিরা আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।