বিসিসির ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে মশক নিধন ও পরিচ্ছন্নতা র‌্যালি

লেখক:
প্রকাশ: ৬ years ago

দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি করা হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডে। ওয়ার্ড কাউন্সিলর মেহেদী পারভেজ খান আবিরের  নেতৃত্বে বৃহস্পতিবার সকালে ওয়ার্ডের র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন ১৩,১৪,১৫ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর ইসরাত জাহান লাভলী।

এতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বরিশাল সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

কাউন্সিলর মেহেদী পারভেজ খান আবির বলেন- ডেঙ্গু জ্বরে সারাদেশে আক্রান্তের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাওয়ার কারণে ওয়ার্ডকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সচেতনতামূলক র‌্যালি করা হয়েছে।