সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বরগুনার বেতাগী উপজেলার সন্তান ‘ইপিএস ফাউন্ডেশন বাংলাদেশ’র চেয়ারম্যান মুহিব্বুল্লাহ শাহিনকে ভারতের ন্যাশনাল ভার্চুয়াল ইউনিভার্সিটি ফর পিস এন্ড এডুকেশন সম্মান সূচক ডিগ্রী প্রদান করেছে।
ভারতের লাখনাও সিটির হোটেল হিলটনে মুহিব্বুল্লাহর হাতে এ সনদ তুলেদেন উত্তর প্রদেশ সরকারের আইনমন্ত্রী ব্রজেশ পথক।
শনিবার (২০.জুলাই) ওই সমাবর্তন অনুষ্ঠানে বিশ্বের ১৫ জনকে এ ডিগ্রী দেওয়া হয়। ওই সম্মাননা বাংলাদেশ থেকে প্রথমবারের মতো অর্জন করলেন তিনি। মুহিব্বুল্লাহ সামগ্রীক সামাজিক কাজের কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ ওই প্রতিষ্ঠান ‘ঐড়হড়ৎধৎু উড়পঃড়ৎধঃব রহ ঝড়পরধষ ডবষভধৎব ্ ঝবৎারপবং’ ডিগ্রী প্রদান করে।
মুহিব্বুল্লাহ শাহিনের বাড়ি বেতাগী উপজেলার মোকামিয়ায়। এর আগেও তিনি জাতীয় ও আন্তজার্তিক পর্যায় একাধিক সম্মননা পুরস্কারে ভূষিত হন।