গৃহবন্দীর সময়সীমা আরও ৩০ দিন বাড়াল হাফিজ সাঈদের

লেখক:
প্রকাশ: ৭ years ago

ভারতের মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সাঈদের গৃহবন্দীর সময়সীমা আরও ৩০ দিন বাড়াল পাকিস্তানের লাহোর আদালত। আদালতের এই নির্দেশ আগামী ২৪শে অক্টোবর থেকে কার্যকর হবে।

বর্তমানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদ নিজের বাড়িতে বন্দী অবস্থাতেই আছে।

বৃহস্পতিবার হাফিজ সাঈদ ও তার চার সহযোগীকে আদালতে নিয়ে আসা হয়। আদালতের বাইরে তখন বড় সংখ্যায় জড়ো হয়েছে হাফিজ অনুগামীরা। হাফিজদের দেখেই শ্লোগান দিতে দিতে তাদের উদ্দেশ্যে ফুল ছুড়তে থাকে অনুগামীরা।

এদিন তিন সদস্যের বোর্ড বসে হাফিজদের মামলার শুনানিতে। আদালতে পাঞ্জাব সরকারেরর তরফ থেকে আদালতে হাফিজ ও তার চার অনুগামীদের গৃহবন্দীর সময়সীমা আরও তিন মাস বাড়ানোর জন্য আবেদন করা হয়। নিরাপত্তাজনিত কারণে তাদের গৃহবন্দীর সময়সীমা বাড়ানোর আবেদন করে পাঞ্জাব সরকার।

পাকিস্তানের আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে সরকার সর্বোচ্চ ৯০ দিন আটক করে রাখতে পারে। কিন্তু আটকের সময়সীমা বাড়ানোর জন্য আদালত থেকে অনুমতি নিয়ে আসতে হয়।

এদিন আদালত হাফিজ সাঈদের গৃহবন্দীর সময়সীমা এক মাস বাড়িয়েছে। তবে তার বাকি চার সহযোগীকে এই নির্দেশের বাইরে রেখেছে আদালত। চলতি বছর জানুয়ারী মাস থেকে মুম্বই হামলার ষড়যন্ত্রী হাফিজ সাঈদকে পাকিস্তানে গৃহবন্দী করে রাখা হয়েছে।