বরিশালের আগৈলঝাড়ায় সন্ধ্যা নদীর তীরে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের পাশাপাশি দুই দখলদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলার পয়সারহাট এলাকায় নদীর পূর্বপাড়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল দাস।
অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল দাস জানান, নদীতীরের অবৈধ দখলদার স্থানীয় বালু ব্যবসায়ী বখতিয়ার এন্টারপ্রাইজের মালিক বাদশা বখতিয়ারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর আগে ওই অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অপরদিকে নদী ভরাট করায় পয়সারহাট গ্রামের জেবারুল খান ও জুয়েল তালুকদারকে আটক করে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, উচ্ছেদ অভিযান শুরু হয়েছে মাত্র। নদী দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। শুধু পয়সার এলাকা নয়, এর আওতাধীন উপজেলার সব জায়গায় চলবে অভিযান।
জানা যায়, আটক দু’জন নদীর ভরাট করা অংশ থেকে বালু ও পাথর সরিয়ে নেওয়ার শর্তে মুচলেকা দেয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার, যুবলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ফিরোজ শিকদারসহ স্থানীয় লোকজন।