নদীভাঙন-রোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।
শুক্রবার (৫ জুলাই) বরিশালের মুলাদী উপজেলার নদীভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে নাজিরপুরে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা জানান।
ফারুক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীভাঙন কবলিত এলাকার মানুষদের নিয়ে বেশি ভাবছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের নদীগুলোর অস্বাভাবিক ভাঙনরোধে ইতোমধ্যে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়া ভাঙন প্রতিরোধে সরকারের সদিচ্ছা ও উদ্যোগের নানা বিষয়ও তুলে ধরেন প্রতিমন্ত্রী।
এরআগে ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি ভাঙন প্রতিরোধে জরুরিভিত্তিতে জিওব্যাগ ফেলে সাময়িক ও দীর্ঘ মেয়াদে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণাঞ্চল জোনের প্র্রধান প্রকৌশলী জুলফিকার আলী হায়দারকে নির্দেশ দেন।
এদিন সকালে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট থেকে স্পিডবোটে করে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শুরু করেন প্রতিমন্ত্রী ফারুক শামীম। এ সময় তিনি মুলাদীর নাতিরহাট, সাহেবেরচর, রামারপোল ও ঘোষেরচর, জালালপুরের আড়িয়ালখাঁ এবং জয়ন্তি নদীর ভাঙন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু ও মুলাদী উপজেলার চেয়ারম্যান তরিকুল হাসান মিঠু খানসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।