অর্থ, সম্মান দুটোই পাই, জেনে বুঝে বিদেশ যাই এই স্লোগান নিয়ে আজ ২৬ জুন বুধবার সকাল ১১ টায়। জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর অর্থায়ন ও তত্ত্বাবধানে। বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে। বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, রাম চন্দ্র দাস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বরিশাল, মোঃ শহিদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, মোজাফফর আহম্মেদ (পিএইচডি)। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল, মোঃ রাজিব আহমেদ। সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের।অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিরাপদ ভাবে বিদেশে গমন ও বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বিষয়ে আমাদের করণীয় বিষয়ে উন্মুক্ত আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।