পিএসজিতে নেইমার : খুশি রোনালদিনহো

লেখক:
প্রকাশ: ৭ years ago

দলবদলের ইতিহাসে বিশ্ব রেকর্ড গড়েছেন নেইমার। তাকে দলে ভেড়াতে পিএসজিকে খরচ করতে হয়েছে ২২২ মিলিয়ন ইউরো (রিলিজ ক্লজ)। ফরাসি ক্লাবটিতে নেইমার যাওয়ায় খুশি রোনালদিনহো।

বার্সেলোনার কিংবদন্তী ফুটবলার রোনালদিনহো। বলতে গেলে, বার্সাকে খাদের কিনার থেকে টেনে তুলেছেন তিনি। বর্তমানে কাতালান ক্লাবটির শুভেচ্ছাদূত ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। তারপরও স্বদেশি নেইমারের মানসিক প্রশান্তির ব্যাপারটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নেইমারের বার্সা ছাড়ার গুঞ্জন ওঠার পর রোনালদিনহোর ভাষ্য ছিল এমন, ‘আমি শুধু তাকে বলতে পারি, এই পরিস্থিতিতে নিজের অন্তরকে জিজ্ঞাসা কর। অন্তর কী চায় সেটাই যেন সে করে। কারণ, এতেই সে সুখী হবে।’

নেইমার যেহেতু পিএসজিকে বেছে নিয়েছেন, তাই খুশি হয়েছেন রোনালদিনহো। আবার বার্সায় থাকলেও খুশি হতেন সাবেক এই ফুটবলার! তার কাছে নেইমারের সিদ্ধান্তই সবচেয়ে বড় কথা।

পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে রোনালদিনহো বলেন, ‘নেইমার যেখানে সুখে থাকে, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। তাকে সুখে থাকতে দেখলে আমার ভালো লাগে। যারা ফুটবলকে ভালোবাসেন, তাদের আনন্দ দেয় নেইমার। আমি তাকে নিয়ে সন্তুষ্ট।’

পিএসজিতে বেশ কয়েকজন ব্রাজিলিয়ান রয়েছেন, যাদের সঙ্গে খেলে নেইমারের পথচলা আরও মসৃণ হবে। এমনটাই মনে করেন রোনালদিনহো, ‘পিএসজিতে মারকুইনহোস, থিয়াগো সিলভা, ম্যাক্সওয়েল এবং বিশেষ দানি আলভেজের সঙ্গে খেলবে নেইমার। তাদের একসঙ্গে খেলতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ।’