বরিশাল নৌবন্দরে রাজধানীমুখী যাত্রীদের ভিড় বেড়েছে। ঈদের পরেরদিন থেকে গত তিনদিনে যে সংখ্যক যাত্রী হয়নি তার তুলনায় অনেক বেশি যাত্রীর সমাগম ঘটেছে প্রথম কর্মদিবস রোববার (০৯ জুন) বিকেলে। ফলে সরকারি ও বেসরকারি সংস্থার লঞ্চগুলোতে যাত্রী ভিড়ে তিল ধারনের ঠাঁই নেই দশা।
এদিকে যাত্রী বাড়লেও বাড়েনি লঞ্চের সংখ্যা। ফলে লঞ্চের ডেক থেকে শুরু করে কেবিনের বারান্দাও যাত্রীদের জায়গা নিতে দেখা গেছে। বরিশাল-ঢাকা নৌ রুটে সরাসরি ২৩টি বিলাশবহুল লঞ্চ থাকা সত্ত্বেও রোববার ১৭টি যাত্রীবাহী নৌ-যান বিশেষ সার্ভিসে রয়েছে। যা শনিবারের তুলনায় কম।
যদিও লঞ্চ মালিকদের দাবি, যে যাত্রী রয়েছে তা রাত্রীকালীন ১৪টি লঞ্চেই বরিশাল থেকে ঢাকায় পৌঁছে দেওয়া যাবে। আর বন্দর কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত যাত্রী বহনের কোনো সুযোগ নেই। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লোড লাইন দেখে লঞ্চ ঘাট থেকে ছাড়া হচ্ছে।