ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট

লেখক:
প্রকাশ: ৫ years ago

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্বে প্রায় ৪৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে যাত্রী ও চালকরা। মঙ্গলবার ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে মির্জাপুর উপজেলার পাকুল্লা পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব, এলেঙ্গা বাসস্ট্যান্ড, রাবনা বাইপাস, বাঐখোলা, করটিয়া হাটবাইপাস, নাটিয়াপাড়া ও পাকুল্লায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৫ হাজার ২৭১ টি গাড়ি পার হয়েছে। এতে সেতুর টোল আদায় হয়েছে ২ কোটি ৪৪ হাজার ৯৬০টাকা।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে সেতুতে টোল আদায় বন্ধ রয়েছে। কারণ হিসেবে সেতু সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিরাজগঞ্জের অংশে যানজটের প্রভাব। সেতুর পশ্চিমপাড় স্বাভাবিক হওয়ার পর পুনরায় টোল আদায় শুরু হবে।

বাসের যাত্রী গণমাধ্যমকর্মী কাউছার আল হাবীব জানান, তিনি গত রাত ১১টায় রাজধানীর বাড্ডা থেকে গাড়িতে উঠেছেন। দুপুর ১২টা পর্যন্ত তিনি টাঙ্গাইল পৌঁছতে পারেন নি। তার মতো হাজারও যাত্রী সড়কে আটকা আছেন। নারী-শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, গাড়ির অতিরিক্ত চাপ থাকায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে প্রায় ৪৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জ থেকে গাড়ির ধীরগতির জন্য এই যানজটের সৃষ্টি হয়েছে।