একজন ধর্মপ্রাণ মুসলিম ক্রিকেটার হিসেবে পুরো বিশ্বে এক পরিচিত নাম হাশিম আমলা। সে হিসেবে ইসলাম ধর্মের সকল নিয়ম কানুন মেনে চলেন এই ক্রিকেটার। খেলা থাকলেও নামায আদায়ের পাশাপাশি পবিত্র রযমান মাসে রোযাও থাকেন নিয়মিত। আর তার কাছে বছরের সেরা মাস হলো ‘রমযান মাস’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হাশিম আমলা বলেন , ‘রোজা আসলে আমার কন্ডিশনিংয়ে খুব সাহায্য করে। রোজা হল এমন একটি বিষয় যেটার জন্য আমি অপেক্ষা করি। এটা বছরের সেরা মাস।’তিনি আরও বলেন, ‘আমি দেখেছি রোজায় দারুণ মানসিক এক্সারসাইজ হয়। পাশাপাশি পারলৌকিক বিষয়েও সাধনা হয়।
এ সময় প্রাকৃতিকভাবেই কিছু কিছু ব্যাপার ঘটে যায়। সেটা এমন কিছু যেটা নিয়ে আমি খুব বেশি ভাবিনি। কিন্তু কোনো না কোনোভাবে সেটা হয়ে যাচ্ছে। যেটাতে সবাই উপকৃত হচ্ছে।’