অনলাইন ডেস্ক: ঝালকাঠির রাজাপুরে পৃথক অভিযানে দুই মাছ ব্যবসায়ীসহ পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ মে) উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতর পৃথকভাবে এ অভিযান চালায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদারের নেতৃত্বে বাঘরিহাটে অভিযান চালিয়ে পচা মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তারা হলেন, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের মো. সোহাগ (২০) ও একই এলাকার মো. সিয়াম (২০)।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের দণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার।
একইদিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের উদ্যোগে রাজাপুরে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভোক্তা সংরক্ষণ আইনে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে নয় হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ছাফিয়া সুলতানা।
অভিযান চলাকালে ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।