বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হলেন লিটু, খোকন , লুনা

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টায় নগর ভবনের তৃতীয় তলায় এ নির্বাচন
অনুষ্ঠিত হয়।

এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু ১ নম্বর প্যানের মেয়র ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ২ নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুধুমাত্র সংরক্ষিত অথাৎ ৩ নম্বর প্যানেল মেয়র পদে ভোট হয়েছে। এ পদে ৫ জন মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ৪ এর কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন ২ এর
কাউন্সিলর ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কহিনুর বেগম।

উল্লেখ্য, গত বছর ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এর
পর ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগন শপথ
গ্রহন করেন। ২৩ অক্টোবর দায়িত্ব গ্রহন করেন তারা। এর প্রায় সাত মাস পরে আজ
বৃহস্পতিবার প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়।