জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা আজ বুধবার জাপানের নাগাসাকি শহরের পিস পার্কে ১৯৪৫ সালে পারমাণবিক বোমায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি এশিয়ান দেশগুলোর নেতৃত্ব প্রদান করেন। সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
জাপান এ বছর ১৯৪৫ সালে হিরোশিমা-নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের ৭২ বছর পালন করছে। নাগাসাকি শহরের মেয়র টমিহিশা টাইউর উপস্থাপনায় অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো, স্পিকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চপদস্থ নেতা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৬ আগস্ট হিরোশিমা দিবসে হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে বোমা হামলায় আক্রান্তদের পরিবার পরিজনসহ প্রায় ৫০ হাজার মানুষ হতাহতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সমবেত হয়।