ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এর আগে ৯ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল।
ভারত সফরে থাকা নিউজিল্যান্ড ‘এ’ থেকে বাকী ছয়জনকে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ দল ঘোষণা করলো কিউই বোর্ড।
নয়জনের সাথে দলে ডাক পাওয়া ছয়জন হলেন-গ্লেন ফিলিপস, টড অ্যাস্টল, কলিন মুনরো, জর্জ ওর্য়াকার, হেনরি নিকোলস ও ম্যাট হেনরি। ভারত সফরে নিউজিল্যান্ড ‘এ’ দলের চতুর্থ ওয়ানডে চলাকালীন পরের ছয়জনের নাম ঘোষণা করে কিউইরা। ভারত সফরের পারফরমেন্সের উপর ভিত্তি করেই এমন তাদের দলে নেয়া হয়েছে।
ফিলিপস ও অ্যাস্টল ইতোমধ্যে নিউজিল্যান্ডের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ফিলিপস ১টি টি-২০ খেললেও, অ্যাস্টল দু’টি করে টেস্ট ও ওয়ানডে ম্যাচ খেলেছেন। এদের দু’জনের কেউই এখন পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডে ম্যাচ খেলতে পারেননি। ভারত সফরে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করেছেন ফিলিপস। ব্যাট হাতে আহামরি কিছু না করতে পারলেও, বল হাতে চলমান ভারত সফরে ইতোমধ্যে ৫ উইকেট নিয়েছেন অ্যাস্টল।
প্রথমবারের মত ফিলিপস ও অ্যাস্টলকে দলে নেয়ার ব্যাপারে কোচ মাইক হেসন বলেন, ‘নতুনদের সুযোগ দিতেই আমরা তাদের দলে নিয়েছি। এছাড়া ভারত সফরের কন্ডিশন সাথে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছে তারা। আশা করি ওয়ানডে ও টি-২০ সিরিজে দলের উপকারে আসবে তারা। ’
আগামী ২২ অক্টোবর থেকে মুম্বাইয়ে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ১ নভেম্বর থেকে দিল্লিতে শুরু হবে তিন ম্যাচ সিরিজের টি-২০।
ওয়ানডে দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, হেনরি নিকোলস, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, গেøন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর ও জর্জ ওয়ার্কার।
টি-টোয়েন্টি দল : কেইন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, হেনরি নিকোলস, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, গেøন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোদি ও টিম সাউদি।