বরগুনার পাথরঘাটার ইউপি সদস্য হেলাল কাজী (৩৫) ও চরদুয়ানী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বায়জিদ আহমেদ হাওলাদার (৩৫) ও সাদ্দাম ফকিরকে (২৮) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পাথরঘাটা থানার ওসি হানিফ সিকদার আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
রোববার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর ইউনিয়নের পূর্ব হাতেমপুরের কাজীবাড়ি পেট্রল পাম্পের সামনের বায়জিদের দোকানের দোতলা থেকে ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়।
আটকেরা হলেন, হাতিমপুর এলাকার কাজীবাড়ীর কালাম কাজীর ছেলে ও পাথরঘাটা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল কাজী (৩৫), একই গ্রামের মো. ইউনুচ ফকিরের ছেলে সাদ্দাম ফকির ও চরদুয়ানী ইউনিয়নের পশ্চিম মঠেরখাল গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে ও চরদুয়ানী ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বায়জিদ আহমেদ হাওলাদার (৩৫)।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার বলেন, সোমবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, হেলালের বিরুদ্ধে ইয়াবা বিক্রির আরো অনেক অভিযোগ রয়েছে।