পাপ্পু সাহা,দাকোপ, খুলনাঃ খুলনা জেলার দাকোপ উপজেলা নবযাত্রা প্রকল্প অফিসে ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রার আয়োজনে ১৮ এপ্রিল যুব সাংবাদিক ও উপজেলা সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময় সভা আয়োজন করা হয়। উক্ত অভিজ্ঞতা বিনিময় সভার উদ্বোধন করেন ” দাকোপ প্রেস ক্লাবের সভাপতি শচিন্দ্র নাথ মন্ডল ।
আরো উপস্থিত ছিলেন দাকোপ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জি এম রেজা, দীপক রায়, মোঃ শিপন ভূইয়া, আজগর হোসেন সাব্বির, মামুনুর রশিদ, জিএম আজম, বিধান ঘোষ, পারুল বেগম, গোবিন্দ বিশ্বাস, সোহাগ আহমেদ। যুব সাংবাদিক হিসাবে উপস্থিত ছিলেন আজিজুর রহমান, সমীরন ব্যানার্জী, পল্লবী রায়, শিউলী রায়, নিউটন মিস্ত্রী, পাপ্পু সাহা, মোছাঃ নাছরিন মনোয়ারা, জেন্ডার অফিসার নবযাত্রা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন,দাকোপ,মোঃ শহিদুল ইসলাম, মনিটরিং এন্ড ইভালুয়েশন স্পেশালিষ্ট নবযাত্রা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন,দাকোপ। মোঃ রাসেল মাহমুদ, টেকনিক্যাল অফিসার -জেন্ডার নবযাত্রা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন,দাকোপ।
উপস্থিত সকলের মাঝে যুব সাংবাদিকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য করেন সাংবাদিক আজগর হোসেন সাব্বির, সাংবাদিক দীপক রায়, সাংবাদিক মামুনুর রশিদ, মহিলা সাংবাদিক পারুল বেগম সহ অনেকে।