আজ ২৫ মার্চ সোমবার রাত ৮ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ১ মিনিটের প্রতিকী ব্লাক-আউট ও গীতিনাট্য প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, রাম চন্দ্র দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি পুলিশ কমিশনার বরিশাল, মেট্রোপলিটন পুলিশ বরিশাল, মোশারফ হোসেন বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ বরিশাল, মোঃ শফিকুল ইসলাম, বিপিএম পিপিএম, ট্রাস্টি মুক্তিযোদ্ধা জাদুঘর ঢাকা, ডাঃ সারওয়ার আলী, ডিজিএফআইর পরিচালক, কর্নেল জিএম শরিফুল ইসলাম, পুলিশ সুপার বরিশাল, মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বরিশাল মেট্রোপলিটন, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বরিশাল, জনাব মোঃ ইকবাল আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, সিনিয়র সাংবাদিক ও চারুকলা বরিশালের সভাপতি, সুশান্ত ঘোষসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা ২৫ মার্চ কালো রাত্রির কথা তুলে ধরেন এবং পাকিস্তানি পাক হানাদার বাহিনীর বর্বরতার কথা তুলে ধরে। ঘৃণা প্রকাশের মাধ্যমে ১ মিনিটের প্রতিকী ব্লাক-আউট পালন করে এসময় সারা দেশের সাথে একাত্ততা প্রকাশ করে। বরিশাল জেলাকে ১ মিনিটের জন্য অন্ধকারাচ্ছন্ন করা হয়। পরে আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমি বরিশাল এর পরিবেশনা গীতিনাট্য প্রদর্শনী করা হয়।