মাধ্যমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) শুরু হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বাংলাদেশে ২০১০ খ্রিস্টাব্দে স্টুডেন্ট কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। এরপর ২০১৩ খ্রিস্টাব্দ থেকে সারাদেশে স্টুডেন্টস কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এ প্রেক্ষিতে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছিল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের। তারি ধারাবাহিকতায় আজ বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন ২০১৯ অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১০ টায় জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন মাহবুবা হোসেন, প্রধান শিক্ষক, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বরিশাল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল, খান মোঃ আব্দুল্লা আল মামুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল, রাসেল ইকবাল, স্কুলের শিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বরিশাল বলেন, শিশুকাল থেকে গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাশীল হওয়া, ঝরেপড়া রোধে সহযোগিতার লক্ষ্যে প্রাথমিকেও স্টুডেন্টস কাউন্সিল গঠনের গুরুত্ব অপরিসীম।