বরিশালে যাত্রাপথে বিকল যাত্রী বোঝাই স্টিমার ‘পিএস মাহসুদ’, চরম দুর্ভোগে যাত্রীরা

লেখক:
প্রকাশ: ৬ years ago

যাত্রাপথে আবারও বিকল হয়েছে যাত্রী বোঝাই সরকারি স্টিমার ‘পিএস মাহসুদ’। পথিমধ্যে বিকল হওয়ায় পরবর্তী ৭টি স্টপেজের যাত্রীদের নামিয়ে দেওয়া হয় বরিশালে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

রবিবার ভোর সোয়া ৫ টায় বরিশাল নদী বন্দরে পৌঁছে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে স্টিমার পিএস মাহসুদ। এ কারনে স্টিমারটি যাত্রী নিয়ে আর বাগেরহাটের মোড়লগঞ্জ যেতে পারেনি।
স্টিমারের মাস্টার কাজী মো. মোহসীন জানান, ইঞ্জিনের কুলার লিক হওয়ার স্টিমারের যাত্রা বাতিল করা হয়েছে। পরবর্তী ৭টি স্টপেজের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিয়ে তাদের বরিশালে নামিয়ে দেওয়া হয়। এরপর জাহাজের ওই যন্ত্রাংশ নিয়ে যাওয়া হয় ওয়ার্কশপে।

জাহাজটি গত শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে যাত্রা শুরু করে রবিবার দুপুরের মধ্যে বাগেরহাটের মোড়লগঞ্জ পৌঁছানোর কথা ছিলো। ৯১ বছর বয়সী এই স্টিমারটির ইঞ্জিন প্রায়ই বিকল সহ নানা ত্রুটি হয়। এ কারণে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।