বরিশালে বিএমপি কার্যালয় পরিদর্শনে ন্যাশনাল ডিফেন্স কোর্সের স্টাডি ট্যুরের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কার্যালয় পরিদর্শন করেছেন বিভিন্ন দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা। রোববার সকাল ১০টার বরিশাল নগরীর আমতলা মোড়ে অবস্থিত বরিশাল মেট্রোপলিটন পুলিশের কার্যালয় পরিদর্শন করেন ন্যাশনাল ডিফেন্স কোর্সের ইন্টারনাল স্টাডি ট্যুরের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা।

বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া ও শ্রীলঙ্কার ব্রিগেডিয়ার জেনারেল এবং যুগ্ম-সচিব পদ মর্যাদার ২৫ সদস্যের ন্যাশনাল ডিফেন্স কোর্সের ইন্টারনাল স্টাডি ট্যুরের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেজর জেনারেল মোশফেকুর রহমান। অতিথিদের অভ্যর্থনা জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোশারফ হোসেন।

কনফারেন্স রুমে পুলিশ কমিশনার মোশারফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের অবকাঠামো, সফলতা, ভবিষ্যত কর্মপরিকল্পনা, সহযোগিতা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ডকুমেন্টারি উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মাহ্ফুজুর রহমান বিপিএম।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) হাবিবুর রহমান খান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোজ্জায়েম হোসেন ভূইয়া,উপ-পুলিশ কমিশনার (উত্তর) জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপ কমিশনার (ট্রাফিক) খায়রুল আলম, ডিসি (সিএসবি) আবু রায়হান মুহাম্মদ ছালেহ্, এসি (সিএসবি) নাসির  উদ্দিন মল্লিক ,কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম সহ বরিশালে কর্মরত পুলিশের সকল ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

সভা শেষে পরিদর্শক দল এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা স্মারক সম্মাননা ক্রেস্ট বিনিময় হয়। অতিথিবৃন্দ বরিশাল মেট্রোপলিটন পুলিশের আতিথেয়তায় মুগ্ধ হন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।