 
                                            
                                                                                            
                                        
ভোলার চরফ্যাশনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় সাত শিক্ষককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ভোলার চরফ্যাশন উপজেলার কামরউদ্দিন রোড এলাকার স্টাডি কেয়ার একাডেমির শিক্ষকদের এ জরিমান করা হয়।
দণ্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন, মো. রাফসান, মিসেস আইরিন, মো. রাহাত হোসেন, মো. হেলাল উদ্দিন, জহিরুল ইসলাম, রাজিব চন্দ্র দাস ও সোয়েব হায়দার।
চরফ্যাশন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার পরিচালান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা সন্ধ্যায় চরফ্যাশন পৌর ১নং ওয়ার্ডের কমর উদ্দিন রোডের স্টাডি কেয়ার একাডেমিতে অভিযান চালায়। এ সময় ওই কোচিং সেন্টারের সাত শিক্ষককে আটক করে কোচিং সেন্টারটিকে তালাবদ্ধ করা দেয়া হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতজনের প্রত্যেককে ২শ টাকা করে অর্থদণ্ড করা হয়।’’