এই প্রথম মূল চরিত্রের অভিনেত্রীর হিরো হিসেবে অভিনয়ন করেন তরুণ নাট্য নির্মাতা মজিবর রহমান নাহিদ।
সাধারণত রোমান্টিক নাটক পরিচলনা করলেও এবার একটি ব্যতিক্রমী স্বল্পদৈর্ঘ্য নাটকে কাজ করেন তিনি। নাটকের মূল চরিত্রে রয়েছেন তাজরিন জিন্নাত সুপ্তি। তাঁর চরিত্রটি একটি পেতাত্মার চরিত্র। মজিবর রহমান নাহিদ এর নিজের রচনা ও আশিকুল ইসলাম সজিবের পরিচলনায় নাটকটির নাম “ভালোবাসার পেতাত্মা” বিশ্ব ভালোবাসা দিবস উপক্ষ্যে ১৫ই ফেব্রুয়ারী নাটকটি মুক্তি পেয়েছে।
তাজরিন জিন্নাত সুপ্তি বলেন, ‘ এই প্রথম আমি অভিনয় করেছি আর প্রথম চরিত্রই একটি ভূতের চরিত্র। আমার বাসার পিছনে আমাদের একটি পুরানো বাড়িতে শুটিং হয়েছে। স্যুটিং এর সময় বেশ ভয় লেগেছিলো।’
মজিবর রহমান নাহিদ বলেন, ‘ইউটুবের জন্য এর আগে আমরা বেশ কয়েকটি নাটক, মিউজিক ভিডিও এবং সর্টফ্লিম তৈরি করেছি ইতিপূর্বে। কিন্তু এবার ব্যাতিক্রমী একটি স্বল্পদৈর্ঘ্য নাটক নিয়ে আমরা আসছি। এখানে বরিশালের এক ঝাঁক তরুণ-তরুণী অভিনয় করেন।’
নাহিদ আরও বলেন, ‘বিগত সময় ক্যামেরার পিছনে থেকে কাজ করতাম, এই প্রথম হিরো হিসেবে আমার কাজ করা, আশা করছি এবার একটি ভালো কাজ উপহার দিতে পারবো।’
এতে অভিনয় করেছেন, এইচ আর হীরা, এইচএম হেলাল, ফাইজুল ইসলাম, মোহন খান, সুজন, মাসুদ, ইমন খান, আল-আমিন, আসলাম, বিথি, নওরিন, তরিকুল, সাকিব, দীপ্ত, রিফাত সহ আরও অনেকে। সহযোগীতায় ছিলেন মাহিন খান।
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক নিবেদিত স্বল্পদৈর্ঘ্য এই নাটকটি শুক্রবার Priyo Mutimedia এর অফিসিয়ার ইউটিউব আইডি ও বরিশালে বিভিন্ন ক্যাবেল নেটওয়ার্কে প্রচারিত হয়।