এই মেয়াদই শেষ, আর প্রধানমন্ত্রী হতে চান না শেখ হাসিনা

লেখক:
প্রকাশ: ৬ years ago

আর প্রধানমন্ত্রী হতে চান না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি আশা করেছেন এবারই যেন প্রধানমন্ত্রী হিসেবে তার শেষ মেয়াদ হয়৷ জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান বঙ্গবন্ধু কন্যা।

একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার জার্মানির মিউনিখে গেছেন প্রধানমন্ত্রী। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই তার প্রথম বিদেশ সফর।

শেখ হাসিনা বলেন, তিনি ভবিষ্যতে তরুণদের সুযোগ করে দিতে চান। তাই তিনি চান বর্তমান ও টানা তৃতীয় মেয়াদটিই যেন হয় প্রধানমন্ত্রী হিসেবে তার শেষ মেয়াদ।

সাক্ষাৎকারে ডয়চে ভেলেকে তিনি বলেন, এটা আমার তৃতীয় মেয়াদ। এর আগেও প্রধানমন্ত্রী হয়েছি (১৯৯৬-২০০১)। সব মিলিয়ে চতুর্থবার। আমি আর চাই না। একটা সময়ে এসে সবারই বিরতি নেওয়া উচিত বলে আমি মনে করি, যেন তরুণ প্রজন্মের জন্য জায়গা করে দেওয়া যেতে পেরে।

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন শেখ হাসিনা। তার দল আওয়ামী লীগ ও এর জোটের দলগুলো মিলে এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৬ শতাংশ আসন জিতেছে।