রংপুরে কয়েকশত জাল সার্টিফিকেটসহ আব্দুল্ল্যাহ আল মামুন নামে এক জাল সার্টিফিকেট কারিগরকে গ্রেফতার করেছে র্যাব-১৩। আজ বুধবার রাত ৯টার দিকে নগরীর লালবাগ এলাকার কারমাইকেল কলেজ গেট সংলগ্ন মামুন মাল্টিমিডিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল্ল্যাহ আল মামুন লালমনিরহাটের আদিতমারি সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক। এ সময় মাহমুদ উন নবী ও আব্দুর রাজ্জাক নামে দুইজন সার্টিফিকেট গ্রাহককেও গ্রেফতার করে র্যাব।গ্রেফতারকৃত দুইজনেরই বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায় সয়েদপুর গ্রামে।
মামুন মাল্টিমিডিয়ার জাল সার্টিফিকেট তৈরি করার মেশিনসহ সকল যন্ত্রপাতি ও কম্পিউটার জব্দ করে র্যাব। র্যাব-১৩ সদস্যদের নের্তৃত্বে ছিলেন, র্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার নজরুল। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট পাঠানোর সময় পর্যন্ত র্যাবের অভিযান অব্যাহত ছিলো।