বাবুগঞ্জে এক মামলাবাজ ভূমিদস্যুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দেহেরগতি ইউনিয়নের পূর্ব রাকুদিয়া গ্রামবাসী। মনিবার সন্ধ্যায় দেহেরগতি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব রাকুদিয়া স্লুইস গেট এলাকায় ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা মাস্টার।
এসময় তিনি বলেন, দেহেরগতি ইউপির ৩নং ওয়ার্ড সদস্য মো. আনোয়ার হোসেন একজন সৎ ও নীতিবান মানুষ। অথচ পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় ভূমিদস্যু সড়ক ও জনপথ বিভাগের ফেরি কর্মচারী দুলাল হাওলাদার তার নামে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা ও অভিযোগসহ বিভিন্ন স্থানে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এমনকি এসব মিথ্যা মামলা ও বানোয়াট অভিযোগে যাদের নাম স্বাক্ষী হিসেবে দেখানো হচ্ছে তারা কেউই কিছু জানেন না।
এসময় ওই সংবাদ সম্মেলনে উপস্থিত স্বাক্ষী আলেয়া বেগম, পারুল বেগম, রহিম হাওলাদার, নাসির উদ্দিন সিকদার, হাকিম হাওলাদার ও বাবুল হাওলাদার জানান, এলাকার জনপ্রিয় আনোয়ার মেম্বারের বিরুদ্ধে শত্রুতাবশত সম্প্রতি বিভিন্ন স্থানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সৌর বিদ্যুৎ ও টিউবওয়েল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ করেন সওজ কর্মচারী দুলাল ও তার ভাই জাহাঙ্গীর। অভিযোগে তাদের নাম স্বাক্ষী হিসেবে ব্যবহার করলেও তারা এসব ব্যাপারে কিছুই জানেন না। এরআগেও আনোয়ার মেম্বার ও কবির মাস্টারের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা করার সময় একই ঘটনা ঘটিয়েছিল দুলাল। গ্রামের মেম্বারসহ বিভিন্ন মানুষের নামে তিনি একের পর এক মিথ্যা মামলা করে যাচ্ছেন এবং এসব ভুয়া মামলার স্বাক্ষী বানিয়ে গ্রামবাসীদের হয়রানি করছেন।
এ প্রসঙ্গে ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, ভূমিদস্যু ও মামলাবাজ দুলাল হাওলাদার পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করাসহ কিছুদিন আগে কয়েক লক্ষ টাকার গাছ কেটে বিক্রি করে দেন। এ ঘটনার প্রতিবাদ করলে তিনি আমার বিরুদ্ধে বিভিন্ন ঘৃণ্য ষড়যন্ত্র শুরু করেন। মামলাবাজ ও ভূমিদস্যু দুলালকে এলাকার একটা মানুষও পছন্দ করে না। তিনি একঘরে হয়ে থাকেন আর বিভিন্ন মানুষের পিছনে লেগে থাকেন। তার ভাই জাহাঙ্গীর হাওলাদার মাদক ব্যবসার সাথে জড়িত। অথচ কেউ ভয়ে মুখ খোলে না। কেউ তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেই তাকে মিথ্যা মামলার আসামী করেন এবং বিভিন্ন স্থানে ভুয়া অভিযোগ দিয়ে হয়রানি করেন।
ওই সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা ছাড়াও স্থানীয় বাসিন্দা মোহনকাঠী কলেজের প্রভাষক মজিবুর রহমান হাওলাদার, রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. কবির হোসেন মাস্টার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ভুইয়া, যুবলীগ নেতা বাদল ঢালী, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান সাইদুল মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন হাওলাদার প্রমুখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ পূর্ব রাকুদিয়া এলাকার শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।