অনলাইন ডেস্ক// বরিশাল নগরীর রূপাতলী বটতলা মোড় মসজিদ সংলগ্ন চক্রবর্তীর খাল ভরাট করে বহুতল ভবন নির্মাণের কাজ শুরুর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহসিন আলমের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, মহসিন আলম বহুতল ভবন নির্মাণের জন্য সম্প্রতি ওই স্থানে সড়কের পাশের সরকারি প্রায় ৪ লাখ টাকা মূল্যের গাছ কেটে নেয়। এরপর চক্রবর্তীর খালের বটতলা আব্দুর রশিদ মসজিদের ঘাটলা ভেঙে বালু ভরাট করেন তিনি। ওই ঘাটলা বছরের পর বছর ধরে মসজিদের মুসল্লিরা ব্যবহার করে আসছিলো। ঘাটলা ভেঙ্গে চক্রবর্তীর খাল ভরাট শুরু হলে তাকে বাঁধা দেয় স্থানীয়রা। কিন্তু স্থানীয়দের বাঁধা উপেক্ষা করে খাল ভরাট কাজ চালিয়ে যেতে থাকেন তিনি।
স্থানীয়রা জানান, চক্রবর্তীর খালটি ২৫ নম্বর ওয়ার্ডের পানি নিষ্কাশনের একমাত্র পথ। খালটি সরাসরি কীর্তনখোলা নদীতে গিয়ে মিশেছে। খালটির ভিতর স্থাপনা নির্মিত হলে বর্ষা মৌসুমে ওই এলাকার পানি নিস্কাশনে প্রতিবন্ধকতার সৃস্টি হবে।
মহসিন আলম জানান, ডিক্রি এবং লিজ মূলে ওই জমির মালিক তিনি। এ কারণে খাল ভরাট করেছেন। তবে বক্তব্যের স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেননি তিনি।
তবে এ বিষয়ে সরেজমিন অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সদর উপজেলা প্রশাসন।