বরিশালে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৩১ আইনজীবীর মনোনয়নপত্র জমা

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করতে সংগ্রহকৃত মনোনয়নপত্র জমা দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীরা। বুধবার নির্বাচন উপ-পরিষদে প্রার্থীরা পৃথক পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচনে প্রার্থীতা করতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মাত্র ৩১ জন। নির্বাচন উপ-পরিষদের সদস্য সচিব মোখলেছুর রহমান বা”চু জানান, তাদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামীলীগ সমর্থিত সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু, হিরন কুমার দাস মিঠু ও আলাউদ্দিন হাওলাদার।

সহ-সভাপতি পদে গৌরাঙ্গ চন্দ্র শীল, একেএম আলমগীর হোসেন। সাধারণ সম্পাদক পদে ফিরোজ মাহমুদ খান, আজাদ রহমান ও বিপুল চন্দ্র রায়। অর্থ-সম্পাদক পদে নিয়াজ মাহমুদ খান। যুগ্ম সম্পাদক পদে পুর্বের তিন জনের সাথে নতুন করে দুলাল চন্দ্র শীল মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সদস্য পদে জমা দিয়েছেন আরিফুর রহমান সিকদার রাসেল, মেজবাহ উদ্দিন সুরুজ, সানজিদা শারমিন মৌরি, অসীম কুমার সাহা।

অপরদিকে বিএনপি সমর্থিতদের মধ্যে সভাপতি পদে মনোননয়পত্র জমা দেন আবুল কালাম আজাদ-১, সহ-সভাপতি পদে জাহিদ হোসেন, আবু আল সাইদ তারেক, অসীম বাড়ৈ। সাধারণ সম্পাদক পদে শেখ হুমায়ুন কবির মাসুদ।

অর্থ সম্পাদক পদে শাহনুর খানম ও সুফিয়া বেগম। যুগ্ন সম্পাদক পদে বিউটি সুলতানা ও কাজী আবুল হাসান। সদস্য পদে মিজানুর রহমান রাজু, মোস্তাফিজুর রহমান, হারুন-অর-রশিদ, রেজাউল হক ও সাইফুল আলম ফুয়াদ।