বরিশালে জেলা পর্যায়ের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯ শুভ উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

মোঃ শাহাজাদা হিরা : আজ ২৭ জানুয়ারি সকাল ১০ টায় বঙ্গবন্ধু উদ্যান বরিশালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বরিশাল এর আয়োজনে জেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯ এর উদ্বোধন করা হয়, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি এস, এম, অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল,।

 

বিশেষ অতিথি ছিলেন মোঃ সাইফুল ইসলাম, (বিপিএম) পুলিশ সুপার বরিশাল, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বরিশাল মেট্রোপলিটন, বরিশাল, মোঃ হোসেন চৌধুরী নানা, সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্ব, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুললতিফ মজুমদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং বরিশালের ১০ টি উপজেলা থেকে বিভিন্ন অতিথি বৃন্দ ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন পরে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।