নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর প্রান জেল খালের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করবেন সদ্য যোগদান করা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। পর্যটন কেন্দ্র করার প্রত্যয়ে নিয়ে শুক্রবার তিনি নগরীর জেল-খালের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এরমধ্যে নগরীর পোর্ট রোড, চক বাজার, নাজিরের পুল, মড়ক খোলা ও নথুল্লাবাদসহ জেল-খালের গুরুত্বপুর্ন বিন্দুগুলোতে যান। এ সময় স্থানীয় সুশিল সমাজের লোকজানের সাথে কথা বলেন। কি করে জেল খালের পানির প্রবাহ ঠিক রাখা যায়, ময়লা ও দুষন এড়াতে কি করনিয় সেই বিষয় গুলো আলোচনা করেন। এছাড়াও বরিশালের প্রানের জেল-খাল রক্ষায় তিনি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ি, সুশিল সমাজ ও বিভিন্ন দপ্তরের ব্যাক্তিবর্গের সাথে বিষদ আলোচনা করবেন বলেও জানান। এ সময় তিনি আরো বলেন, পুর্বের জেলা প্রশাসক জেল-খাল রক্ষায় যে উদ্যোগ নিয়েছিলো তার ধারাবাহিকতা তিনি বজায় রাখবেন। খালের পানি দুষন মুক্ত রাখতে এবং সচ্ছ পানির জন্য ধারা ফিরিয়ে আনতে স্থানীয় বাসিন্দাদের ময়লা আবর্জনা খালে না ফেলার জন্য অনুরোধ করেন। ময়লা মুক্ত জেল-খাল গড়ে তুলতে তিনি কাজ করবেন। কয়েক দিনের মধ্যে জেল-খাল রক্ষায় কাজ শুরু করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। জেল-খাল পরিদর্শনে জেলা প্রশাসকের সাথে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আহসান কবির, স্থানীয় সরকার পল্লী উন্নয়নের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, ডেপুটি কালেক্টরসহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ।