সোহেল আহমেদঃ গতকাল নগরীর বান্দ রোডস্থ ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবে ভুয়া মেডিকেল সাক্ষরযুক্ত মেডিকেল রিপোর্ট প্রদানের অপরাধে প্রতিস্ঠানের মালিককে ৫০ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার আইন-২০০৯ আইনে সহকারি পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক, র্যাব-৮, বরিশাল এবং সিভির সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সমন্ময়েরর একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস,এম, রবিন শীষ।
একই দিন বেলা তিনটায় বরিশাল সিএন্ডবি রোডস্থ আমতলার মোড়ে মটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ১৩৮ ও ১৫২ ধারায় ০৮ টি মামলায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারজানা আক্তার ভিন্ন ভিন্ন অর্থদন্ডে ৯,৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালিত হওয়ায় সাধারন নাগরীকদের মধ্যে প্রশাসনিক কর্মকান্ডেরর প্রতি দারুণ আস্থা ফিরে এসেছে। এটি চলমান রাখার পক্ষে অভিমত ব্যক্ত করেন সচেতনমহল।