বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে (বিসিক) চেয়ারম্যান এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে আরও চারজন অতিরিক্ত সচিবের দফতর বদল হয়েছে।
রোববার রদবদলের আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তফা হাসানকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক হয়েছেন।
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আলমকে তথ্য কমিশনের সচিব এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির পরিচালক পিয়ার মোহাম্মদকে এই একাডেমির এমডিএস নিয়োগ দেয়া হয়েছে।
এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব ভূবন চন্দ্র বিশ্বাস বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মুদ্রণ ও প্রকাশন অধিদফতরের পরিচালক মুহাম্মদ আল-আমিন জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব নিয়োগ পেয়েছেন।