বরিশালে চিকিৎসার অভাবে কাতরাচ্ছে শ্রাবণী

লেখক:
প্রকাশ: ৬ years ago

দুর্ঘটনায় ঘরের ভিতরে আগুনে পুড়ে যাওয়া ৩ বছরের শিশু শ্রাবণী বর্তমানে চিকিৎসার অভাবে বাসায় বসে কাতরাচ্ছে। বাবা নির্মাণ শ্রমিক খোকন ধারদেনা করে এখন প্রায় নিঃস্ব হয়ে শুধু মেয়ের চিৎকার শুনছেন আর অসহায়ের মতো চোখের পানি ফেলছেন।

জানা যায, গত ৫ ডিসেম্বর বরিশাল নগরীর গগন গলির বাসিন্দা নির্মাণ শ্রমিক খোকনের সাড়ে তিন বছরের ফুটফুটে মেয়ে শ্রাবনী বাসায় বসে খেলছিল। খেলার একপর্যায়ে পা পিছলে জ্বলন্ত চুলার উপর পড়ে গেলে মুখসহ শরীরের অংশ পুড়ে যায়। দীর্ঘদিন শেবাচিমের বার্ন ইউনিটে চিকিৎসার পর ডাক্তাররা শ্রাবণীর নাম কেটে দেন এবং বাকি চিকিৎসা বাসায় বসে করার পরামর্শ দেন। বর্তমানে শ্রাবনীর জন্য প্রয়োজনীয় ঔষধ ও পথ্য কিনতে পারছেন না তার বাবা খোকন। অসহায়ের মতো বিভিন্ন ব্যক্তির দ্বারে দ্বারে ঘুরেও কোন সাহায্য পাচ্ছেন না। আমরা কি পারিনা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে শ্রাবণী কে সুস্থ করে তুলতে যাতে সে আবারো ছুটাছুটি করতে পারে। পারে খেলাধুলা করতে। আর্থিক সহযোগীতার করার জন্য যোগাযোগ করুন….০১৭৭১৫৩৫৭৮১।