ঐক্যফ্রন্টের অন্যতম শরিক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘এই নির্বাচন আওয়ামী লীগ ন্যায় ও সত্যের কবর রচনা করেছে। ভবিষ্যতের আর কোনোভাবে মানুষের আস্থা নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না। যতদিন চুরি করতে পারবে ততদিন ক্ষমতায় যেতে পারবে, কিন্তু মানুষের আস্থা নিয়ে নির্বাচনে জেতা তাদের পক্ষে আর কখনও সম্ভব হবে না।’
রোববার বিকেলে ভোটগ্রহণ শেষে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বঙ্গবীর আরও বলেন, ‘আওয়ামী লীগ নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। জনগণকে যে তারা বিশ্বাস করে না, জনগণের প্রতি তাদের আস্থা নেই- এটা তারা দিবালোকের মতো প্রমাণ করে দিয়েছে। এবারের নির্বাচনে মানুষের যে আস্থা ছিল সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সরকার এবং আওয়ামী লীগ সম্পূর্ণভাবে ধুয়ে-মুছে গেছে। মানুষের অন্তরে আওয়ামী লীগের আর কোনো জায়গা নেই। আমি লিখিত দিতে পারি, মানুষের ভোটে আওয়ামী লীগ আর কখনও জয়ী হতে পারবে না।’
কাদের সিদ্দিকী আরও বলেন, ‘মানুষের কাছ থেকে তার ভোট কেড়ে নেয়া, এর চেয়ে জঘন্য অপরাধ আর নেই। এ ধরনের নির্বাচন বাংলাদেশে এর আগে কখনই হয়নি। মানুষের নির্বাচনের প্রতি যতটা আস্থা ছিল তা নষ্ট হয়ে গেছে। সারা বাংলাদেশে যেভাবে শুনেছি, সখীপুর-বাসাইলের নির্বাচনে যেটা আমি নিজ চোখে দেখলাম, এটাকে কোনোভাবে নির্বাচন বল যায় না।’
ঐক্যফ্রন্টের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্তে কোনো মন্তব্য করা যাচ্ছে না। দলীয় নেতাদের সঙ্গে আলোচনার পর আমাদের পরবর্তী কর্মসূচি জানানো হবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন প্রমুখ।