শেষ পর্যন্ত ভোটকেন্দ্রে থাকার আহ্বান শেখ হাসিনার

লেখক:
প্রকাশ: ৬ years ago

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়েছেন। দলের সর্বস্তরের নেতা-কর্মী ও প্রার্থীদের প্রতি এই আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা আজ সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দিনাজপুরের আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমানকে দেখতে গিয়ে এসব কথা বলেন। নির্বাচনী সহিংসতার শিকার মাহবুবুর রহমান গুরুতর আহত অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন।

শেখ হাসিনা বলেন, ‘যদি জাতীয় ঐক্যফ্রন্ট বা বিএনপি নির্বাচন বয়কটের ঘোষণাও দেয়, তবুও আপনারা বিভ্রান্ত হবেন না। আমি সবাইকে সাবধান করে দিচ্ছি, বিএনপি-জামায়াতের একটি চরিত্রই রয়েছে। নির্বাচনের মাঝপথেই তারা ঘোষণা দিতে পারে, নির্বাচনে অংশ না নেওয়ার এবং নির্বাচন বয়কট করার। সে ক্ষেত্রে আমি আমাদের প্রার্থী এবং অন্য দলের যারা রয়েছেন তাদের বলব, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোট চালিয়ে যান।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার উদ্দেশে বলেন, ‘আমি বলতে চাই, বিএনপি নির্বাচনের মাঝামাঝি সময়ে হয়তো বলে বসবে, আমরা সংসদ নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছি। আমরা প্রতিদ্বন্দ্বিতা করব না। এটা বিশ্বাস করবেন না। এটা তাদের আরেকটি খেলা।’ আওয়ামী লীগের সভাপতি এ সময় দলের প্রতিনিধি এবং নির্বাচনী এজেন্টদের প্রত্যেকটি ভোটকেন্দ্রে নির্বাচনের ফল ঘোষণার আগ পর্যন্ত অবস্থান করারও আহ্বান জানান।